Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-03T05:15:15Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে ১২ বছর পর অপহরণ ও ধ’র্ষণ মামলার আসামী গ্রেপ্তার

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে নারী অপহরণ ও  ধর্ষণ মামলায় ১২ বছর ধরে পলাতক থাকা রুবেল উদ্দিন নামের এক আসামীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷ শনিবার রাতে সিলেট শাহপরান থানার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃত রুবেল উদ্দিন গোলাপগঞ্জ উপজেলা বুধবারিবাজার ইউনিয়নের কালীজুরী গ্রামের সরুজ আলির পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ চৌধুরীর সার্বিক নির্দেশনায় ও গোলাপগঞ্জ থানার এএসআই রতন মিয়ার নের্তৃত্বে একটি অভিযানিক দল আসামী রুবেল আহমদকে শাহপরান থানার সুরমা গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রুবেল আহমদ একটি ধর্ষণ ও অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ