বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: বিয়ানীবাজার পৌরশহরে সংঘবদ্ধভাবে এক ছাত্রলীগ কর্মীর উপর অতর্কিত হামলা ও নৃশংসভাবে ডান হাতের তিনটি আঙুল কাটা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা ছালা উদ্দিন (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের ইনার কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছালা উদ্দিন (২১) ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তার বাড়ি পৌরসভার শ্রীধরা গ্রামে। সে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক পক্ষের মস্তফা আহমদ নামে এক ছাত্রলীগ কর্মীর উপর অতর্কিত হামলা ও ডান হাতের তিনটি আঙুল কাটার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু আবু বক্কর নামে এক শিক্ষার্থীকে নিজেদের গ্রুপে সংযুক্ত করার জেরে গত বছরের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কৌশলে পৌরশহরের উত্তরবাজারে ডেকে নিয়ে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগের অন্য একটি গ্রুপ। হামলা থেকে বাঁচতে ওই শিক্ষার্থী পালিয়ে বাঁচলেও তাকে বাঁচাতে সেখানে ছুটে যায় ছাত্রলীগের অন্য আরেকটি গ্রুপের নেতাকর্মীরা। পরে হামলাকারী গ্রুপের নেতাকর্মীরা তাদের উপরও হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। হামলার এক পর্যায়ে মস্তফা আহমদহ শফিউল, অনি, আবু সিনহাসহ কয়েকজনকে ধারালো দেশিয় অস্ত্র রামদা ও লাটি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায় প্রতিপক্ষের নেতাকর্মীরা। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ছাত্রলীগ নেতা মস্তফা আহমদকে গুরুতর অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়। পরবর্তীতে হাতের আঙুলে গুরুতর জখম হওয়ায় ওই ছাত্রলীগ কর্মীর ডান হাতের তিনটি আঙুল কেটে ফেলে দিতে হয়। এরপর এই ঘটনার একদিন পর ৪ সেপ্টেম্বর আবু বক্কর বাদী হয়ে ছালা উদ্দিন, আশরাফুল হক সাকেল, উজ্জ্বল আহমদ, শরিফ আহমদ, মিজান আহমদ, আশরাফুল ইসলাম জয়, নিপু আহমদ, মুরাদ আহমদ, জয়নাল উদ্দিনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে দলবদ্ধভাবে মারধর করার অভিযোগ এনে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়। তিনি জানান, ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বিয়ানীবাজার পৌরশহরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবু বক্কর নামে একজনের দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তারকৃত ছালা উদ্দিন। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তিনি জানান, এই মামলায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।