Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-23T08:39:44Z
গোলাপগঞ্জ

অটোরিকশা শ্রমিক জোট গোলাপগঞ্জ মডেল শাখার পক্ষ থেকে মৃত্যু অনুদান বিতরণ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা অটোরিকশা শ্রমিক জোট (রেজি-২০৯৭) গোলাপগঞ্জ মডেল শাখার পক্ষ থেকে মৃত্যু অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে স্বাভাবিক ও দূর্ঘটনার মারা যাওয়া ৫ শ্রমিকের পরিবারের মাঝে গোলাপগঞ্জ অটোরিকশা শ্রমিক জোট এর নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নগদ ১০ হাজার করে প্রতিটি পরিবারের মধ্যে অনুদান প্রদান করা হয়।

এ সময় শ্রমিক পরিবারের রণকেলী (খালপার) গ্রামের মরহুম সুফি মিয়ার পক্ষে স্ত্রী আরেস্তা বেগম, রণকেলী গ্রামের মরহুম আতাউর রহমানের পক্ষে মেয়ে মুন্নি আক্তার, ফুলবাড়ির মরহুম তাজ উদ্দিনের পক্ষে স্ত্রী দিলারা বেগম, সদর ইউনিয়নের গীর্দ্দ গ্রামের মরহুম জুয়েল আহমদের পক্ষে বোন জেমি বেগম, ঘোগারকুল গ্রামের মরহুম সাব্বির আহমদের পক্ষে স্ত্রী জাসমিন বেগম অনুদান গ্রহন করেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অটোরিকশা শ্রমিক জোট এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক, সদস্য সচিব আয়লাফ আহমদ, যুগ্ম সচিব মিনহাজ আহমদ, সদস্য মো: বাচ্চু মিয়া, আব্দুল হক,ইকবাল আহমদ, ময়েজ আহমদ, সাহাব উদ্দিন।

এছাড়া উপস্থিতি ছিলেন, সাবেক সভাপতি কামাল আহমদ, আব্দুল হাকিম, জালাল আহমদ চৌধুরী, ফুয়াদ আহমদ, সাহাবউদ্দিন, মো: আছাদ আহমদ, মো: জুয়েল আহমদ, জাকারিয়া আহমদ, মোঃ ছতিব আলী, সেলিম আহমদ, আলিম উদ্দিন লই, কামাল আহমদ, কবির আহমদ, নাসরুল আহমদ, কবির আহমদ, ফখরুল ইসলাম, নূর মিয়া সহ প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ