বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক প্রক্টর মো. মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, আমাদের বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান আজ দুপুরে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন এর কারণ জানতে পারিনি।
মাহফুজুর রহমান শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থান করছিলেন। ২০১৮ সালে তিনি শাবিপ্রবিতে যোগদান করেন।