Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-09-18T20:04:40Z
গোলাপগঞ্জ

সমাজের প্রয়োজনে মাওলানা রশীদ আহমদের সমাজকর্মগুলো টিকিয়ে রাখা প্রয়োজন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সিলেট অঞ্চলে যে কজন কীর্তিমান পুরুষ দানশীলতা, সমাজসেবা আর মানব সেবায় অমর হয়ে আছেন তাদের তালিকায় আরেকটি নাম যুক্ত হয়েছে । যিনি পরিকল্পিতভাবে মানুষের সেবা এবং অসংখ্য সেবামুলক প্রতিষ্ঠান গড়ে নিজেকে একটি মর্যাদার আসনে অধিষ্টিত করেছিলেন,তিনি হলেন এডভোকেট মাওলানা রশীদ আহমদ। দেশে বিদেশে অন্তত দশটি প্রতিষ্ঠান জন্ম,দিয়েছেন শুধু মানুষকে ভালোবেসে।এমন নজির খুব কম পাওয়া

যায়।তিনি এসব ক্ষেত্রে অনেকের কাছে উদাহরণ হিসেবে উপস্থাপন হবেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবা, লেখালেখি এবং আইনী সেবা প্রদান করে রশীদ আহমদ দেখিয়ে গেছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়। তাঁর দেখানো পথ অনুস্মরণ করলে সত্যিকার অর্থেই মানুষ উপকার পাবে। যে কারণে মাওলানা রশীদ আহমদ কর্মের মাঝেই অমরত্ব লাভ করবেন। তাঁর প্রতিষ্ঠিত কল্যাণমুখি প্রতিষ্ঠান টিকিয়ে রাখা এবং মরহুমের স্মৃতি রক্ষায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিশিষ্ট লেখক কলামিস্ট ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ এর  সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ  আহমদের স্মৃতি চারণ সভায় তাঁর ঘনিষ্ট সিলেটের  সূধীজন  এই অভিমত ব্যক্ত করেছেন।

রশীদ আহমদ প্রতিষ্টিত গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ এর প্রাক্তন ও বর্তমান কর্মীদের উদ্যোগে গত বৃহস্পতিবার (১৬ সপ্টেম্বের) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারে গোল্ডেন সিটি কনফারেন্স হলে আয়োজিত এক স্মৃতি চারণ সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

পত্রিকার উপ সম্পাদক মো. ফয়ছল আলমের সভাপতিত্বে ও সাংবাদিক খালেদ আহমদের সঞ্চালনায় অনষ্ঠিত  স্মৃতিচারণ সভায় ব্ক্তব্যে রাখেন বাংলাদেশ মেডিকেল মেডিকেল এসোসিয়েশন(বিএমএ)র সাবেক সহ সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান,সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এম ইকবাল হোসাইন, সিলেট জেলা বারের সাবেক সসহকারী সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর প্রতীক, দ্য নিউ নেশন এর সিলেট প্রতিনিধি এস এ শফি, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সাংবাদিক  জাকারিয়া তালুকদার, গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ এর প্রাক্তন নিউজ ইনচার্জ রেজাউল হক ডালিম, শেখ জাহিদ হাসান। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কাউটস মুখপত্র অগ্রদূত এর জেলা সংবাদদাতা খন্দকার শাহনূর হোসেন, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, এ টিএম তুরাব, সাবেক ছাত্রনেতা আসাদুল হক আসাদ, যুবনেতা মামুনুর রশীদ মামুন, সাংবাদিক ইমরান আহমদ, নোমান আহমদ টিপু প্রমুখ। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ আকমল হোসেন।  

স্মৃতিচারণ করতে গিয়ে ডা. শামীমুর রহমান বলেন, মাওলানা রশীদ আহমদ ছিলেন বহু গুণে গুনান্বিত একজন মানুষ। সমাজসেবা ও রাজনীতির মাধ্যমে যিনি মানুষের মন জয় করছিলেন।১২টি বই লিখে গেছেন, ১০টির মতো সেবামুলক প্রতিষ্টান রেখে গেছেন।
গণমানুষের পক্ষে কথা বলতে পত্রিকা রেখে গেছেন।যে পত্রিকা ছিলো সর্ব মহলে গ্রহণযোগ্য। প্রতিষ্টানকে টিকিয়ে রাখা জরুরী। 

পাশাপাশি তার স্মৃতি রক্ষায় একটি উদ্যোগ প্রয়োজন। তার এসব মহৎ যুগে যুগে মানুষের মাঝে প্রেরণা যোগাতে পারবে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক পিপি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন তাঁর তাদের আইনজীবীদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিযে বলেন, এডভোকেট মাওলানা রশীদ আহমদ ছিলেন একজন আধুনিকমনা প্রাজ্ঞ আলেম। যার বহুমুকী সমাজসেবা একজন আইনজীবী হিসেবে আমাদেরকে গৌরবান্বিত করেছে। তাঁর শুন্যতা পূরণ সম্ভব নয়। কিন্তু তার এসব কর্মকান্ড অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হতে পারে। পারিবারিক ভাবেই তারা সমাজের সেবা করে আসছেন বংশ পরস্পরায়। এটি অব্যাহত রাখতে তাদের উত্তরসূরীরা কাজ করবেন সেটিই প্রত্যাশা করি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ