বিজ্ঞাপন
ছবি : জি ভয়েস টোয়েন্টিফোর |
জাহিদ উদ্দিন : গত ২৫/০৯/২১ ইংরেজি রোজ শনিবার গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জি ভয়েস টোয়েন্টিফোর - এ 'গোলাপগঞ্জের কাঁশবনে ভ্রমণ পিপাসুদের ভিড়' শিরোনামে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়।
সংবাদটি ভাইরাল হওয়ার পর আগের তুলনায় মনকাড়া সেই কাশবন দেখতে দর্শানার্থীরা ভীড় জমাচ্ছেন প্রতিনিয়ত। শত শত প্রকৃতি প্রেমি কাশবনটির সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসছেন পরিবার পরিজনদের নিয়ে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, সিলেট জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের বিপরীত দিকে অবস্থিত কাশবনটি দর্শনার্থীতে ভরপুর। বিশেষ করে তরুণ তরুণীদের উপস্তিতির চোখের পড়ার মত। কাশবনটিতে এসে সবাই নিজেদের মোবাইলে ফ্রেইমবন্দি হচ্ছেন। কেউ কেউ ফেইসবুক লাইভে এসে আনন্দ ফেইসবুক ফ্রেন্ডদের সাথেও কাশবনটি শেয়ার করছেন।
কাশবনটি দেখতে আসা ইয়াসমিন সুলতানা নামের এক তরুণী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে কাশবনটির খবর পেয়েছি। গোলাপগঞ্জে এমন একটি সুন্দর কাশবনের কথা শুনে আর ঘরে থাকতে পারিনি। বান্ধবীদের সাথে নিয়ে আজ মনকাড়া কাশবনটির সৌন্দর্য্য উপভোগ করতে এসেছি।
রাজু আহমদ নামের এক যুবককের সাথে কথা হয়, তিনি জানান গত কয়েকদিন আগে এই কাশবনটি তেমন কেউ চিনতো না। সংবাদ প্রকাশের পর কাশবনটি দেখতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে নানা বয়সের মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন।
অপু আহমদ নামের এক তরুণ জানান, কাশবনটি দেখে মনটা জুড়িয়ে গেছে। বন্ধুদের নিয়ে কাশবনটি দেখতে এসেছি। অনেক বন্ধুই বিভিন্ন জায়গা থেকে কাশবনটি দেখতে আসছেন। শুধু গোলাপগঞ্জ নয় বিয়ানীবাজার উপজেলা থেকেও অনেকেই এসেছেন।
উল্লেখ গোলাপগঞ্জ উপজেলায় এই প্রথম কোন কাশবনের এত পরিচিতি লাভ করেছে ।