Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-09-18T20:51:56Z
গোলাপগঞ্জবিয়ানীবাজারলিড নিউজ

কে জানতো এত অল্প বয়সে নিভে যাবে শিশু আরিয়ানের জীবন প্রদীপ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: মা ও দাদা দাদির সাথে ফুফুর বাড়ি যাচ্ছিলো বিয়ানীবাজার মােল্লাপুর ইউনিয়নের পাতন উচপাড়া ১বছরের শিশু আরিয়ান। কে জানত এত অল্প বয়সেই সড়কে প্রাণ হারাতে হবে তাকে। নিভে যাবে জ্বলে উঠার আগেই তার জীবন প্রদীপ।

আরিয়ানের ফুফুর বাসায় যাওয়ার জন্য শনিবার সকালে রওয়ানা হন আরিয়ানের মা, দাদি-দাদা। সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফাজিলপুর নামক স্থানেই ঘাতক পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় শিশু আরিয়ান। নিহত হন আরিয়ানের দাদা সফিক উদ্দিনও। আরিয়ানের যাওয়া হয়নি তার ফুফুর বাড়িতে, লাশ হয়ে বাড়িতে ফিরতে হয় দাদা ও নাতিকে।  
দুর্ঘটনাটি শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় ঘটে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরিয়ানের মা, দাদী ও ফুফু।আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এদিকে একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনায় আরিয়ানের বাড়িতে শোকের মাতম চলছে। পরিবার জুড়ে নেমে এসেছে সুখের ছায়া।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ