বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের ওয়াজিহা তানাজ চৌধুরী সিলেটের আনন্দনিকেতন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে International Year of Plant Health 2020 উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে।
সম্প্রতি একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
এই ভার্চুয়াল অনুষ্ঠানে FAO এর মহাপরিচালক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ফিনল্যান্ড এবং আয়ারল্যান্ডের কৃষি মন্ত্রীরাও সেই অনুষ্ঠানে তাদের মূল্যবান বার্তা দিয়েছেন।
জাতিসংঘ ২০২০ কে উদ্ভিদ স্বাস্থ্যের আন্তর্জাতিক বছর (IYPH) হিসেবে ঘোষণা করেছে। কোভিড মহামারীর কারণে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ স্থগিত হওয়ার কারণে বছরটি ১ম জুলাই 2021 পর্যন্ত বাড়ানো হয়েছিল। সারা বিশ্বের পাঁচ থেকে তেরো বছর বয়সী শিশুদের তাদের সৃজনশীলতা দেখানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং উদ্ভিদের স্বাস্থ্য রক্ষা বলতে তারা কি বুঝে- তা চিত্রিত করতে বলা হয়েছিল। তানাজের শিল্পকর্মের শিরোনাম ছিল " Ways of Protecting Plant Health"। দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে ভারত এবং চীনের একজন করে প্রতিযোগী লাভ করেন।
উল্লেখ্য, ওয়াজিহা তানাজ চৌধুরী গোলাপগঞ্জ পৌরসভার রনকেলীর বিশিষ্ট ব্যাংকার সাহাদ আহমদ চৌধুরী ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির এ্যসিসটেন্ট প্রফেসর সানজিদা চৌধুরীর একমাত্র সন্তান।