বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : করোনায় মারা গেলেন কাজির মাদ্রাসার প্রিন্সিপাল মরহুম হাবিবুর রহমানের ছোট ছেলে মাওলানা তায়েফ বিন হাবিব (ইন্না-লিল্লাহি ওয়া....রাজিউন)।
রোববার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের সময় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর ঘনশ্যাম এলাকার মৃত মাওলানা হাবিবুর রহমানের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মরহুমের বড় ভাই সামিউর রহমান মুসা।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে মাওলানা তায়েফ বিন হাবিব হাসপাতালে ভর্তি ছিলেন। আজ অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আগামীকাল সোমবার সকাল ১১টার সময় কাজির বাজার মাদ্রাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মানিক পিরের টিলায় দাফন সম্পন্ন হবে।