বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের সদর ইউনিয়নের চন্দনভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী আর নেই। রোববার সকালে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগাহি রেখে গেছেন।
রোববার বাদ আছর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, সাবেক ডিপুটি কমান্ডার গোলাম মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা সুনা মিয়া, পৌর কমান্ডার হানিফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমেদ, সাধারণ সম্পাদক আলী হোসেন।