বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাধবপুর মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে ঢাকা থেকে সিলেটগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ অটোরিকশার দুই যাত্রী মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ২ জনের এবং হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।