বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে পৌর আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল হানিফের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাত করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ইমরুল হানিফের ভাই তুফায়েল হানিফ (৩৩) বুধবার বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন।
আহতের ছোট ভাই তুফায়েল হানিফ জানান, সন্ত্রাসী হামলার পর গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুই দিন হাসপাতালে চিকিৎসার পর তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে পৌর এলাকার দাড়িপাতন গ্রামের নিজ ব্যবসা প্রতিষ্ঠান (দাড়িপাতন হ্যাচারিতে ও ফিশারী) মাছের খামারে ঢুকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালায় সন্ত্রাসীরা।এলোপাতাড়ি হামলার পর রক্তাক্ত জখম করে তাকে মৃত ভেবে ফেলে দেয়া হয় পুকুরে। এতে তার পা ও হাত ভেঙ্গে গেছে। আহত ইমরুল হানিফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা এখন ও আশংকাজনক বলে জানান তার ভাই।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’