বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে শাখাওয়াত হোসেন হাদি (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার ভাদেশ্বর ইউপির পূর্বভাগ কলাশহর গ্রামে ঘটনাটি ঘটে। সে ঐ গ্রামের মো. হানিফ আলীর ছেলে।
জানা যায়, শাখাওয়াত হোসেন হাদি ঢাকায় বসবাস করতো । ১ দিন আগে সে ঢাকা থেকে ফিরে । রাতে হঠাৎ তার বসতঘরে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের লোকজন।
পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপ-পরিদর্শক ফয়জুল করিম বলেন, যুবকের লাশ উদ্ধার করে সিলেট ওসমানীর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।