Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-09-29T10:15:40Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ইয়াবা ও অফিসার চয়েজসহ গ্রেফতার ২

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫ টায় ও সকাল ১১ টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রাম থেকে ১ জনকে ও রায়গড় পশ্চিম (বটরপাড়া) এলাকা থেকে অপর জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৩৫) দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র ও মুরাদ আহমদ কুটিল (৩০) রায়গড় পশ্চিম (বটরপাড়া) গ্রামের
মৃত আব্দুর রাজ্জাক মটুকের পুত্র। 

পুলিশ জানায়, বুধবার ভোরে এসআই পার্থ সারথি দাসের নেতৃত্বে দত্তরাইল মিশ্রপাড়া গ্রাম থেকে ১১৭ পিছ ইয়াবাসহ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয় অপরদিকে সকালে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রায়গড় পশ্চিম (বটারপাড়া) গ্রাম থেকে ৪ বোতল অফিসার চয়েজসহ মুরাদ আহমদ কুটিলকে গ্রেফতার করা হয়। 

তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় পৃথক দুটি (মামলা নং- ৩০ ও ৩১) দায়ের করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ