বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজারে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ কলেজ ছাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের জলঢুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে এ সংঘর্ষ ঘটে। ঘটনায় ৪ কলেজ ছাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরন করেন। তারা জানান, ওই ছাত্রীর পা ভেঙ্গে গেছে। তার নাম রাশেদা বেগম। বাড়ি মোল্লাপুর ইউনিয়নের পাতন এলাকায়। অপর তিন জনের পরিচয় জানা যায় নি।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে ট্রাক ও মুচড়ে যাওয়া অটোরিকশা রয়েছে। ঘটনার পরই ট্রাক ও অটোরিকশার চালক পালিয়ে যায়।