বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহপরাণ থানাধীন মুরাদপুর এলাকায় সুরমা নদীতে নৌকা বাইচে সংষর্ঘের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৪/৫জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিলেটের মুরাদপুর এলাকায় সুরমা নদীতে পূর্ব নির্ধারিত নৌকা বাইচ চলছিলো। নৌকা বাইচটি বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হলেও শেষ পর্যায়ে এসে গোলাপগঞ্জ ও জৈন্তাপুরের দুইটি নৌকার পাস দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে এটি ব্যাপক আকার ধারণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের মুরাদপুর এলাকায় বিকেল সাড়ে তিনটার দিকে সুরমা নদীতে নৌকা বাইচ শুরু হলে শেষ পর্যায়ে এসে গোলাপগঞ্জ ও জৈন্তাপুরের দুইটি নৌকার পাস দেয়ার সময় ধাক্কা দিলে একটি নৌকা ডুবে যায়। এর সুত্র ধরে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৪/৫জন আহত হন। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে তিনি অবগত নন, খোঁজ নিয়ে দেখছেন।