Advertisement (Custom)

প্রকাশিত: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-09-18T03:26:36Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে নারী সংক্রান্ত জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ : আহত ৫

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে নারী সংক্রান্ত জেরে দুই গ্রামকবাসীর মধ্যে রক্তক্ষয়ী  সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার নিমাদল পিরেরচক গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে নিমাদল গ্রামে মৃত আখমল আলীর স্ত্রী আয়নু বেগম (৫৫) ও তার পুত্র বধু তামহমিনা বেগম (১৯) এর নাম পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিক বাকি আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পিরের চক গ্রামের বাসিন্দা ও মঙ্গলবাজার থানার দাউদপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে নারী সংক্রান্ত জেরে সংঘর্ষ বাধে। এতে ২ নারীসহ ৫জন আহত হন। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে উভয় থানার পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ