বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ৩৬টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ছিলেন ৭৯ হাজার ৭৬৫ জন।
এ উপ-নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোহিনী বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫ হাজার ৪শ ৪৮টি ভোটভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬শ ৫৩টি ভোট।
এর আগে, সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও বিকেল পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিলো। দু-একজন করে ভোটার এসে ভোট দিয়েছেন। ভোটারবিহীন কেন্দ্রে অনেকটা অলস সময় কাটিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শান্তির্পূণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে কাজ করছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ভোটকেন্দ্রে পুলিশ ও র্যাবকে টহল দিতে দেখা গেছে।