Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-09-27T20:47:43Z

শ্রীমঙ্গলে ফুলের বাগান থেকে অপরূপ সুন্দর গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার

বিজ্ঞাপন
ছবি : গ্রিন পিট ভাইপার।

নিজস্ব প্রতিবেদক : শ্রীমঙ্গলে চা বাগানের ম্যানেজার বাংলো থেকে একটি পিট ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে শহরতলীর ভাড়াউড়া চা বাগানের সহকারী ম্যানেজার বাংলোর বাগানের ফুল গাছ থেকে গাঢ় সবুজ রঙয়ের পিট ভাইপার সাপ দেখে বাগানের মালী। এতে তিনি আতঙ্কিত হয়ে বাগানের ব্যবস্থাপকে জানায়। 

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এসে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সজল জানান, সাপটি বিষধর। বড় কিছু একটা গিলে খেয়েছিল। যার দরুন সাপটি নড়াচড়া করতে পারছিল না। পরে সাপটি নিজে থেকেই বমি করে একটি কাঠবিড়ালি বের করে দেয়। আগামীকাল (মঙ্গলবার) বন বিভাগের তত্ত্বাবধানে বিষধর এই সাপটি বনে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ