বিজ্ঞাপন
কাঠের বাইসাইকেল তৈরি করে তাক লাগালেন কাঠমিস্ত্রি লক্ষণ সূত্র ধর। ছবি: সংগৃহীত |
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের চুনারুঘাটে কাঠের বাইসাইকেল তৈরি করেছেন এক যুবক। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। নাম তার লক্ষণ সূত্র ধর। কাজের ফাঁকে ফাঁকে মাত্র ১৫ দিনে এ ব্যতিক্রমী বাইসাইকেল তৈরি করে সে।
চুনারুঘাট পৌর শহরের মুসলিম হলে আরাফাত ফার্নিচারে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করে লক্ষণ সূত্র ধর। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার উজানধর গ্রামের মৃত নরেশ সূত্র ধরের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সে তার কাঠের বাইসাইকেল চালিয়ে চুনারুঘাট বাজারে আসলে উৎসুক জনতা সাইকেলটি দেখতে ভিড় জমায়। বাইসাইকেল হলেও এটি দেখতে অবিকল মোটরসাইকেলের মতো। সিটও তৈরি করেছে মোটরসাইকেলের আদলে।
কাঠমিস্ত্রি লক্ষণ সূত্র ধর জানান, দোকানে কাজ বেশি থাকার কারণে প্রতি রাতে কাজের ফাঁকে ফাঁকে ১৫ দিনে সাইকেলটি তৈরি করেছি। টাকা যোগাড় করে এটাতে মটর ও ব্যাটারি সংযুক্ত করবো, এমন ব্যবস্থা রেখেছি। তবে ব্যাটারি রাখার যায়গা অর্থাৎ টাঙ্কির ভেতরে বর্তমানে সাউন্ড বক্স বসানো হয়েছে।
স্থানীয় সরকার প্রশাসন ও উদ্যোগী ব্যক্তিরা যদি লক্ষণ সূত্র ধরের মেধাকে মূল্যায়ন করেন, তবে সে তার উদ্ভাবনকে আরো সামনে এগিয়ে নিতে পারবে। সমৃদ্ধি পাবে শিল্প, সময়ের বিবর্তনে এলাকা ছাপিয়ে দেশের সুনাম ছড়িয়ে পড়বে বিশ্বে, এমনটাই মনে করছেন সচেতনরা।