বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : কোভিড-১৯ মহামারীতে মানবিক কাজে বিশেষ অবদানের জন্য 'মানবহিতৈষী' সম্মাননা পেলেন সিলেটের সেই মানবিক পুলিশ সদস্য সফি।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাদি সিং, সিলেটস্থ ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেসোহাজি, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলিগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন প্রমুখ৷
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে অসহায়দের বিনামূল্যে অক্সিজেনসেবা দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তৈরি করেছিলেন মানবিক পুলিশ সদস্য সফি আহমদ। পিঠে অক্সিজেন, হাতে রক্ত-প্লাজমা, কাঁধে খাদ্য সামগ্রী, করোনাকালে মানবিক সেবায় এমনই চিত্রে দেখা গেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের এ সদস্যকে। মহামারির ক্রান্তিকালে মানুষের সেবায় নিজেকে এভাবে বিলিয়ে দেয়ায় গণমানুষের মুখে মুখে প্রশংসা কুড়িয়েছিলেন সফি আহমদ। মানবিকতার এমন নজির স্থাপন করায় এর আগেও সফি আহমদ পেয়েছিলেন সম্মাননা।
গত ১১ মার্চ সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় নায়েক সফি আহমেদের হাতে সম্মাননা তুলে দেন এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ। এবার সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর পক্ষ থেকে অর্জন করলেন 'মানবহিতৈষী সম্মাননা'।
তাকে এ সম্মাননা দেয়ায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট-এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।