বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের জলঢুপ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেছে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আইয়ুব আলী। তিনি বড়লেখা উপজেলার তারাদরম এলাকার মৃত আব্দুল মালিকের পুত্র
তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি গোলাপগঞ্জ উপজেলার নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে বিয়ানীবাজারের জলঢুপের ঝুঁকিপূর্ণ বাঁকে রাস্তার পাশে তাঁর লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশের পাশে থাকা লাল রঙের মোটর সাইকেলটি (সিলেট ল ১১-৪৮৭০) ধুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা যায়।
জানা গেছে, সড়কের উপর তাঁর লাশ প্রথমে দেখতে পান স্থানীয় খায়রুল আলম নামের এক যুবক। তিনি নিহতের স্বজনদের সাথে রাস্তায় পড়ে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে যোগাযোগ করেন বলে ঘটনাস্থলে থাকা বিয়ানীবাজার থানার একজন পুলিশ কর্মকর্তা জানান। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। নিহতের মাথা ও মুখ পুরোটাই থেতলে গেছে। সড়কের উপর ছড়িয়ে রয়েছে মস্তিকের ক্ষতবিক্ষত অংশ।
বিয়ানীবাজার থানার এসআই হিমেল বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে এ্যাম্বুল্যান্সে করে থানা নেয়া হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) ময়না তদন্তের জন্য সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
তিনি জানান, প্রথম লাশটি দেখেন খায়রুল আলম নামের স্থানীয় এক যুবক। লাশের কাছাকাছি আসার আগে তাকে দ্রুত গতিতে পাশ কাটিয়ে একটি পিকআপ ভ্যান চলে যায়। পুলিশ কর্মকর্তা বলেন, লাশের অবস্থান ও দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলের অবস্থান সড়কের বাম পাশে রয়েছে। সেজন্য বলা যায় নিহত ব্যাক্তি সড়কের সঠিক অবস্থানেই ছিলেন।