বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : নিরাপদ সড়ক গড়ার পাশাপাশি দুর্ঘটনা ও যানজটমুক্ত করার লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে হাইওয়ে থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্ণি এলাকায় প্রস্তাবিত হাইওয়ে থানার জমি পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলাম।
আজ মঙ্গলবার (২৪ আগষ্ট) বেলা ১২ টায় হাইওয়ে থানা স্থাপনের লক্ষ্যে জমি পরিদর্শন করেন তিনি।
জমি পরিদর্শনকালে তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিকদের সাথে বর্ণি এলাকায় হাইওয়ে থানার প্রস্তাবিত স্থান নিয়ে আলোচনা করেন।
এ সময় অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্ণি এলাকায় শিগগিরই এ থানা স্থাপনের কাজ শুরু করা হবে। মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি ও অন্য অপরাধ রোধে কাজ করবে হাইওয়ে পুলিশ। ফলে সুশৃঙ্খল ও সুরক্ষিত মহাসড়ক দিয়ে মানুষ নির্বিঘ্নে সুন্দরভাবে যাতায়াত করতে পারবে।
হাইওয়ে থানার নাম ‘বর্ণি হাইওয়ে থানা’ রাখার প্রস্তাব করে দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন অতিরিক্ত আইজিকে জানান, কোম্পানীগঞ্জবাসীসহ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের নৈশকালীন টহল ও হাইওয়ে থানা স্থাপনের দাবি জানিয়ে আসছে। দেরিতে হলেও হাইওয়ে থানার কার্যক্রম শুরু করার উদ্যোগ নেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার মাসুদ করিম, তামাবিল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, আওয়ামীলীগ নেতা এখলাছুর রহমান, শ্রমিকনেতা আজির উদ্দিন, ইউপি সদস্য আব্দুল খালিক, রইছ মিয়া প্রমুখ।