Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-08-25T15:45:22Z
সিলেট

সিলেটে র‍্যাবের অভিযানে চোলাই মদ সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদ সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার (২৪ আগষ্ট) রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, এয়ারপোর্ট থানার পাঠানগাঁও গ্রামের মৃত ইশাদ আলী ছেলে হেলাল আহমদ (৩৩),মৃত মদরিছ খাঁর ছেলে রহিম খাঁ (৩৫),দেবাইর বহর গ্রামের তজমুল আলীর ছেলে মোঃ সানাবর আলী (৩১), আলীনগর গ্রামের অরমনি নমো'র পুত্র 
অধির নমো (৩৪)।

র‍্যাব সূত্রে জানা যায়, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট'র এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এর নিকটস্থ বাজারতল গ্রামের জনৈক আশামনি এর বসত ঘরের সামনের ফাঁকা জায়গা থেকে এই চার আসামীকে ৪০লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪ ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামীদের ও জব্দকৃত আলামত সমূহ সহ এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে র‍্যাব।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ