বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকা থেকে ৯৩৩ পিস ইয়াবা সহ পেশাদার মাদক কারবারি আব্দুল হান্নান বাবুর্চিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়ন চত্তর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
পেশাদার মাদক কারবারি আব্দুল হান্নান নওয়া দুবাগ এলাকার মৃত তোতা মিয়া বাবুর্চির ছেলে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এ তথ্য জানায়।
আটককৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ হস্তান্তর করা হয়েছে।