বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের দরাকুল হয়ে নোয়াগাঁও পর্যন্ত যাতায়াতে ভালো রাস্তা নেই। এ কারণে ভোগান্তিতে পড়েছেন ছয় গ্রামের মানুষ। মেঠো পথে কাদা মাড়িয়ে চলাচল করছেন এসব গ্রামের হাজারো মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবি জানালেও রাস্তা নির্মাণে কেউ এগিয়ে আসেননি।
সরেজমিন গিয়ে দেখা গেছে, দক্ষিণ রনিখাই ইউনিয়নের দরাকুল গ্রাম হয়ে পাশের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁও পর্যন্ত মেঠো পথটি দিয়ে চলাচল করেন সুন্দাউরা, মহিষখেড়, নন্দিরগাঁও, আঙ্গারজুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ।
দরাকুল গ্রামের শফিকুর রহমান সরকার, সরকুম আলী, মোশাহিদ আলী ও সালুটিকর বাজারের ওষুধ বিক্রেতা কবির আহমদ জানান, স্বাধীনতার ৫০ বছরেও এখানে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। যুগ যুগ ধরে খেতের আল ধরে এ অঞ্চলের লোকজন চলাচল করছেন। ছয় গ্রামের লোকজন ছাড়াও রাস্তাটি দিয়ে দশগাঁও-নোয়াগাঁও এবং সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করেন। রাস্তা নির্মাণের দাবি নিয়ে বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কেউ সাড়া দেননি।
দশগাঁও-নোয়াগাঁও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুজন দাশ, হাফসা বেগম, এনাম আহমদ, সুমি দাস, মিলাদ আহমদসহ অনেকে বলেন, ‘সড়ক যোগাযোগ না থাকায় কাদাজল মাড়িয়ে আমাদের স্কুলে যেতে হয়। আমাদের কষ্ট দেখার কেউ নেই।’
দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা বেগম জানান, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় শিক্ষক-শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তা নির্মাণের অনুরোধ জানান তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহিন আহমদ জানান, বর্তমানে সব ধরনের উন্নয়ন বরাদ্দ বন্ধ রয়েছে। তাই এ রাস্তার কাজ করার সুযোগ নেই। ভবিষ্যতে সুযোগ পেলে রাস্তা নির্মাণ করবেন বলে জানান তিনি।
সংশ্লিষ্ট দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান রোকন জানান, তাঁর কাছে রাস্তা মেরামতের জন্য অর্থ বরাদ্দ নেই। তা ছাড়া এ রাস্তার একটা অংশ গোয়াইনঘাট উপজেলায় পড়েছে। সেখানে তাঁর কাজের সুযোগ নেই। স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলে বরাদ্দ এলে রাস্তাটি করা হবে।