Advertisement (Custom)

প্রকাশিত: রবিবার, ২২ আগস্ট, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-08-22T13:54:48Z
সারাদেশ

প্রভাবশালী ইউপি সদস্যর বিরুদ্ধে কৃষককে গাছে বেঁধে পেটানোর ছবি ভাইরাল

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: নাটোরের সিংড়ায় কৃষককে গাছে বেঁধে পেটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার ঘটনায় অভিযোগের তীর এক প্রভাবশালী ইউপি সদস্যর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ঐ ইউপি মেম্বারের আমন ধানের জমিতে যায়।এসময় ইউপি সদস্য ও তার লোকজন ১১টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ঐ দুজন কৃষক উপস্থিত হলে ইউপি মেম্বার কৃষক বেলায়েতকে গাছের সাথে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে বিষয়টি জানাজানি হলে দুজনকে ছেড়ে দেয় তারা।

 এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরএ আলম সিদ্দীকি জানান, 'আমরা কোনো অভিযোগ পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।' বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ