বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের ১নং চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। চুরির সময় বিদ্যালয়ের সিসি ক্যামেরা চালু থাকায় চুরির পুরো ঘটনাটি রেকর্ড হয়ে যায়। চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের শিক্ষিকা লাকী বেগম।
এ ঘটনার পর বুধবার গোলাপগঞ্জ মডেল থানায় বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেকর্ডকৃত সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোর বিদ্যালয়ের অফিস কক্ষের তালার সিটকিনি ভেঙ্গে কক্ষে প্রবেশ করে দুটি দামি ফ্যান, প্রিন্টার মিশিন ও বিদ্যালয়ের দামী কয়েকটি পানির টেপ সহ মূল্যবান কিছু আসবাবপত্র নিয়ে যায়। পাশাপাশি বিদ্যালয়ের আলমারি ভেঙ্গে কিছু জরুরি কাগজপত্র তছনছ করে।