বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : গত দুই দিন যাবত মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। কিন্তু তাঁর বাড়িঘর কোথায় কেউ জানে না। জানে না মেয়েটিও।
সোমবার (২৩ আগস্ট রাত ১০টায় উপজেলা পরিষদ চত্বর এলাকায় মেয়েটিকে দেখতে পেয়ে স্থানীয় মুরব্বিরা তাকে উপজেলা হাসপাতালে চিকিৎসা শেষে স্থানীয় ভুমি অফিসের কর্মচারি সুকুমার বিশ্বাসের পারিবারিক হেফাজতে রাখা হয়।
সুকুমার বিশ্বাস জানান- ‘আমার বাসায় মেয়েটি নিরাপদে রয়েছে।’ পরিবারের সন্ধান পেলে নিজের ০১৭১১ ৯১১৫০৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান সুকুমার বিশ্বাস।
এ ব্যাপারে স্থানীয় সামছু মিয়া জানান, মেয়েটি তার নাম, পিতার নাম ও ঠিকানা কিছুই বলতে পারে না। মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে পরিবারের কাছে পৌঁছে দিতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।