Advertisement (Custom)

প্রকাশিত: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-08-22T19:32:04Z
গোলাপগঞ্জ

জয়নাল আ‌বে‌দি‌নের মাতৃ বিয়োগে গোলাপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের শোক

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের কার্যনির্বা‌হী সদস‌্য জয়নাল আ‌বে‌দি‌নের মাতৃ বি‌য়ো‌গে শোক প্রকা‌শ ক‌রে‌ছেন গোলাপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি, গোলাপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান এড‌ভো‌কেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারন সম্পাদক র‌ফিক আহমদ।

শনিবার সন্ধ‌্যায় সি‌লে‌টের এক‌টি ক্লি‌নি‌কে জয়নাল আ‌বে‌দি‌নের মাতা আফতারুন নেছা ই‌ন্তেকাল ক‌রেন। আজ সকালে উনার গ্রা‌মের বা‌ড়ি গোলাপগঞ্জ উপ‌জেলার ভা‌দেশ্ব‌রের হাওর তলায় জানাযার নামাজ অনু‌ষ্ঠিত হয়। মৃতুকা‌লে উনার বয়স ছি‌লো ৭৫ বছর। 

শোক বার্তায় উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও সাধারন সম্পাদক মরহু‌মের প‌রিবা‌রের প্রতি গভীর‌ শোক ও সম‌বেদনা জ্ঞাপন ক‌রে‌ছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ