Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-08-13T08:43:16Z
গোলাপগঞ্জ

মেয়র রাবেলকে ফুলেল শুভেচ্ছা জানালো গোলাপগঞ্জ মাক্রোবাস শ্রমিক উপ কমিটি

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল ও পৌর পরিষদের কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ১৪১৮ এর অন্তর্ভূক্ত গোলাপগঞ্জ মাক্রোবাস শ্রমিক উপ কমিটির নব নির্বাচিত নের্তৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেল ৩টায় পৌর ভবণে এ ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে  অভিনন্দন জানান তারা।     

এ সময় মেয়র আমিনুল ইসলাম রাবেল নব নির্বাচিত কমিটির কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে  বলেন, নির্বাচনে হারজিত থাকবে যারা পরাজিত হয়েছে তাদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে নব গঠিত কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।  ঐক্যবন্ধ ভাবে কাজ করলে শ্রমিকদের অধিকার আদায় সহজ হবে।   

এসময় উপস্তিত ছিলেন নব গঠিত কমিটির সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি দুলু আহমদ সাদ্দই, সম্পাদক আব্দুর রহীম লিলু, সহ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, কোষাধ্যক্ষ ফাহিম আহমদ্ম, সদস্য দোলাল মাহমুদ, সাবেক সদস্য মাছুম হাসনাত।  

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা খালেদ আহমদ, আব্দুল কাইয়ুম, জয়নুল আবেদীন, তুতি মিয়া, রুহেল আহমদ, রিফাত আহমদ, লায়েছ আহমদ, আলাব আহমদ,  শরীফ আহমদ, সুমন আহমদ, মনওয়ার আহমদ, সাদিক আহমদ, মছব্বির মিয়া, রিয়াজ উদ্দিন, জসিম আহমদ, আলামিন আহমদ, গৌছ উদ্দিন, নাঈম আহমদ,  মিন্টু মিয়া, জিবির আহমদ, আলি হোসেন, জুয়েল আহমদ, আলনগীর আহমদ, সায়েক আহমদ,  রিপন আহমদ, লুতু মিয়া, জামাল আহমদ, জাকারিয়া আহমদ, সেলিম আহমদ, বাচ্ছু মিয়া, সাকেল আহমদ প্রমুখ।    

উল্লেখ্য গত বুধবার ১১ আগস্ট (বুধবার) গোলাপগঞ্জ মাইক্রোবাস চালক সমিতির নির্বাচন সম্পন্ন।    
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ