বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, বাংলাদেশ স্কাউটস জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম সহ করোনা ভাইরাসে আক্রান্ত সকলের আশু রোগ মুক্তি ও ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হেলাল আহমদ সহ মৃত্যুবরন কারী দলীয় নেতাকর্মী সহ সকলের আত্মার মাগফেরাত কামনা করে গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর পৌর শহরের কদমতলী জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী রিপন, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আরিফ চৌধুরী কফি, সাদেক আহমদ, আব্দুল মুকিত, সফান আহমদ, মামুন আহমদ, হাদিউজ্জামান মাছুম, ইমরুল হানিফ, পারভেজ আহমদ, মঞ্জুর আহমদ, সাইদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জেবুল, পৌর উপজেলা যুবলীগ নেতা সুলতান আহমদ, আক্তার আহমদ, লেছু মিয়া, সুহেল আহমদ, জামিল আহমদ, মইন উদ্দিন, ছাত্রলীগ নেতা আপন ইকবাল তানভীর, সাজন আহমদ, রাসেল আহমদ, সুমন আহমদ, ফাহাদ আহমদ, আনোয়ার আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ আগস্ট নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হন আওয়ামীলীগ নেতা মঞ্জুর শাফি চৌধুরী এলিম। তাঁর শারীরিক অবস্থা ভালো থাকায় বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছেন।