বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এলাকার নছরতপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ৫ জন এবং সদর হাসপাতালে নেয়ার পর ১ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে।