বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাওলানা রশিদ আহমদ। আজ সোমবার সকাল ১১টার দিকে নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে হবে এই জানাজা।
বিষয়টি নিশ্চিত করেছেন তার জ্যেষ্ঠ পুত্র তামিম ইয়াহইয়া আহমদ।
রশিদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউপির হাজীপুর গ্রামের মরহুম মাহমুদ হোসেন চেয়ারম্যানের জ্যেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।