Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-08-19T07:18:35Z
সারাদেশ

মারা গেলেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

জুনায়েদ বাবুনগরীর খাদেম এইমএম জুনায়েদ এবং তার নাতি বরকতুল্লাহ বাবুনগরী দুজনেই এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়।

বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে আজ সকাল ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ