Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-08-29T05:32:02Z
গোলাপগঞ্জ

আজকের দিনে কেঁদে ছিলেন গোলাপগঞ্জবাসী

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: আজ সেই ভয়াল ২৯ আগস্ট। গত বছরের আজকের দিনে যে খবর শুনে কেঁদে ছিলেন গোলাপগঞ্জবাসী। এদিন সকাল হতেই সড়কে উপজেলাবাসীর হৃদয়ে আঘাত করে ঘটে গেল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। যে দুর্ঘটনায় একে একে ৫ টি তরতাজা প্রাণ ঝড়ে গেল সড়কে। ভেঙে চুরমার হলো একেকটি পরিবারে স্বপ্ন। খালি হলো মা-বাবার বুক। স্ত্রী হারিয়েছেন স্বামীকে। সন্তানরা হারিয়েছেন পিতাকে। যে দিনটির কথা কখনো ভুলতে পারবেন না গোলাপগঞ্জের মানুষ। 

গত বছরের (২৯ আগস্ট) শনিবার সকালে নিজ নিজ উদ্দেশ্যে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। কিন্তু উদ্দেশ্যে মাঝ পথেই থমকে গেলো। পৃথিবী থেকে বিদায় নিতে হলো উদ্দেশ্যে পূরণ হবার আগেই। তারা কি জানতেন এটাই তাদের জীবনের শেষ দিন। এই গাড়িতে উঠলে তাদেরকে সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন রেখে চলে যেতে হবে পরপারে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন।  

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে সিনএজি অটোরিকশা চালকসহ তিনজন গোলাপগঞ্জ উপজেলার ও দুইজন কানাইঘাট উপজেলার।

নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশা চালক উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বাহার উদ্দিন (৪০)। উপজেলার অপর দু’জন ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর লরিফর গ্রামের মৃত আজমল আলীর ছেলে লাল মিয়া (২৭) ও তজম্মুল আলীর ছেলে জাকারিয়া আহমদ (৩০)। তারা দু’জন আপন চাচাতো ভাই।

অন্য দু’জন কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত আব্দুল জলিলের ছেলে বাহাউদ্দীন (৫০) ও একই ইউনিয়নের বীরদল মাঝপাড়া গ্রামের প্রবাসী আব্দুল আউয়ালের ছেলে মাহফুজ আহমদ (১৭)।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ