বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: কঠোর লকডাউনের ১০ম দিনে গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ মামলায় ৭ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকাল থেকে উপজেলার পুরকায়স্থ বাজার, ধারাবহর, চৌধুরীবাজার, ঢাকাদক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য, মাস্ক পরিধান না করা, সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খুলা রাখায় ১২ মামলায় ৭ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.গোলাম কবির। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
গোলাম কবির বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে৷