Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৮ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-18T08:19:15Z
সিলেট

৫ দিন ধরে অক্সিজেন সংকটে সিলেট

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: চারদিকে বাড়ছে করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। রোগীদের সেবা দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।তারা ওপর দেখা দিয়েছে অক্সিজেন সংকট। সিলেটে গত শুক্রবার গভীর রাতে একটি ক্লিনিকে রোগীর স্বজনদের আকস্মিক জানানো হয়, হাসপাতালে অক্সিজেনসংকট দেখা দিয়েছে। আইসিইউতে থাকা রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নিতে হবে। নিরুপায় স্বজনেরা অন্য হাসপাতালে নিয়ে ব্যবস্থা করতে করতেই দুজন রোগী মারা যান। এর মধ্য একজন মারা যান পথে। এই ঘটনায় সিলেট তোলপাড় শুরু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে নগরীর কমিউনিটি বেইজড একটি ক্লিনিকে।

তবে সিলেটে অক্সিজেনের সংকট শুধু বেসরকারী চিকিৎসাকেন্দ্রেই নয়, সরকারী হাসপাতালেররও একই চিত্র। গত শুক্রবার অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর পর বিষয়টি নিয়ে উৎকন্ঠা বিরাজ করছে সিলেটে।

জানা গেছে, শুক্রবার দিনগত মধ্যরাতে হঠাৎ অক্সিজেন সংকট দেখা দেয় সিলেটের সুবহানীঘাটের একটি ক্লিনিকে। রাস্তায় যানজটে গাড়ি আটকে থাকায় সময়মতো অক্সিজেন আসেনি সিলেটে। এ কারণে অক্সিজেন সরবরাহ প্রতিষ্ঠান এ ক্লিনিকে যথাসময়ে সিলিন্ডার পৌঁছাতে ব্যর্থ হয়। রাতে অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করে। ক্লিনিকটিতে ভর্তি সংকটাপন্ন রোগীদের নিয়ে শঙ্কিত হয়ে পড়েন স্বজনরা। সকাল পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ওই হাসপাতালে রোগী এবং তাদের স্বজনরা ছিলেন তীব্র আতঙ্কে। এর মধ্যে প্রায় ১১ জন আইসিইউসহ অক্সিজেন সাপোর্টে থাকা রোগী নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়ঝাঁপও করেন। কেউ কেউ চলে যান বাড়িতেও।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে গত ৫ দিন ধরে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকে সেটি তীব্র রূপ নিয়েছে। কয়েকটি হাসপাতালে শনিবার রাত পর্যন্ত অক্সিজেন সেবা দিতে পেরেছেন। নতুন সরবরাহ না আসলে চিকিৎসাসেবা প্রদান চরমভাবে বিঘ্নিত হবে।বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ ও অক্সিজেন সরবরাহকারীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সারা দেশে বেড়েছে করোনা ও উপসর্গযুক্ত রোগী। বেশিরভাগ হাসপাতালে বেড খালি নেই। আগের তুলনায় সারা দেশের সরকারি-বেসরকারি হাসাপতালগুলোতে অক্সিজেন লাগছে অন্তত ৫ গুণ বেশি। এ অবস্থায় দেশীয় প্রতিষ্ঠান আবুল খায়ের উৎপাদন করছে আগের মতোই সীমিত আকারে। এছাড়াও আসন্ন ঈদকে কেন্দ্র করে সিলেট-ঢাকা যাতায়াতের সকল সড়কেই রয়েছে তীব্র যানজট। যে কারণে সময়মতো সিলেট পৌঁছতে পারছে না অক্সিজেনের গাড়ি। সব মিলিয়ে গত ৫ দিন থেকে সিলেটে চলছে অক্সিজেন সংকট। এ সংকট তীব্র রূপ নিয়েছে এখন। সংকটটি দ্রুত কাটিয়ে ওঠারও কোনো উপায় দেখছেন না সংশ্লিষ্টরা।

সিলেটের বেসরকারি ক্লিনিক ও মেডিকেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম হোসাইন জানান, করোনা রোগীদের চিকিৎসার জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেন সাপোর্টের প্রয়োজন। এখন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা সংগ্রহ করতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে।’ এ সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ