Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-27T12:58:36Z
হবিগঞ্জ

হবিগঞ্জে বৌ-ভাতের খাবার গেলো এতিমখানায়

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জে বৌভাতের খাবার গেল এতিম খানায়। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে। একদিকে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন আর অন্যদিকে ধুমধাম করে বৌভাতের আয়োজন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জুলাই) মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে ঝালু মিয়া নামের এক ব্যক্তি সরকারি বিধিনিষেধ অমান্য করে তার পুত্র খোকনের বৌভাতের আয়োজন করেন। সেই বৌভাত বন্ধ করে জরিমানা করে দেয় উপজেলা প্রশাসন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, কঠোর লকডাউনের ৫ম দিনে বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে সরকারি বিধিনিষেধ অমান্য করে ৫শ জন মানুষের বৌভাত এর আয়োজন করা হয়। স্থানীয় সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আনসার বাহিনীর সহযোগিতায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। আয়োজক বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। খাদ্য সামগ্রী এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ