Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১১ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-11T02:29:38Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে আবারো চোখ রাঙাচ্ছে করোনা, বাড়ছে আক্রান্তের সংখ্যা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে আবারো চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। গোলাপগঞ্জ উপজেলায় গত কয়েক মাস করোনা রোগীর সংখ্যা কম থাকলেও জুন মাসে বেড়েছে করোনা রোগীর সংখ্যা।সবশেষ শনিবার (১০জুলাই) নতুন আরো ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় নতুন করোনা রোগীর রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। 

বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন। 

তিনি বলেন, বর্তমানে উপজেলার আমুড়া ও শরীফগঞ্জ ইউনিয়নে করোনা রোগী নেই বাকি ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনা রোগী রয়েছে। 

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলায় ৩৫জন করোনা রোগীর মধ্যে গোলাপগঞ্জ পৌরসভায় ৬ জন, গোলাপগঞ্জ ইউনিয়নে ২ জন, ঢাকাদক্ষিণে ইউনিয়নে ৯ জন, লক্ষণাবন্দ ইউনিয়নে ৭ জন, বুধবারীবাজার ইউনিয়নে ২, ভাদেশ্বর ইউনিয়নে ৩ জন, বাদেপাশা ইউনিয়নে ২ জন, লক্ষীপাশা ইউনিয়নে ১ জন, বাঘা ইউনিয়নে ২ জন, ফুলবাড়ী ইউনিয়নে ১ জন করোনা রোগী রয়েছেন। 


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ