বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধানের ক্ষেত থেকে দেলোয়ার হোসেন (৪১) নামে এক গরু চুরকে ধরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশে সোপর্দ করেছেন গরুর মালিকসহ স্থানীয় জনতা। এসময় আরও ৩ জন পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর সাতঘড়ি গ্রামে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
এঘটনায় গরুর মালিক হাজিপুর সাতঘড়ি গ্রামের মৃত রিয়াদ উল্লাহর ছেলে সেলিম আহমদ বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
আটককৃত দেলোয়ার হোসেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রায়কেলী গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।
গরুর মালিক সেলিম আহমদ জানান, বুধবার রাত ২ টার দিকে রাতে খাবার শেষে গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে গোয়াল ঘরের বেড়া ভাঙার শব্দ শুনতে পাই। শব্দ শুনে উঠে দেখি চারজন আমার গোয়াল ঘরে থাকা ২ টি গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এসময় আমি চিৎকার করিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। আমার চিৎকার শুনে চুরেরা পালিয়ে যাওয়ার জন্য দৌড় শুরু করে। এসময় তিনজন পালিয়ে গেলেও ১ জনকে দৌড়িয়ে বাড়ির পাশের ধান ক্ষেত থেকে ধরতে সক্ষম হই। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে ধরে থানায় নিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে একজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।