Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১১ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-11T17:19:56Z
সিলেট

মঙ্গলবার থেকে সিলেট নগরীর যেসব কেন্দ্রে টিকা দেয়া হবে

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিলেট নগরীতে মডার্নার গণটিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট জেলা পুলিশ হাসপাতাল (পুলিশ লাইন্স কেন্দ্রে) শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি।

এছাড়াও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে নতুন আরো ৯টি কেন্দ্র। টিকাদান কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে এ কেন্দ্রগুলো। অনুমোদন পেলেই টিকাদান কার্যক্রম শুরু হবে এসব কেন্দ্রে।

কেন্দ্রগুলো হলো- নগর ভবন (সিলেট সিটি কর্পোরেশন) ধোপাদিঘীরপাড়স্থ সীমান্তিক পরিচালিত বিনোদনী স্বাস্থ্য কেন্দ্র, চৌহাট্টাস্থ মাতৃমঙ্গল হাসপাতাল, কাজীটুলার সূর্যের হাসি ক্লিনিক, টিলাগড়ের সূর্যের হাসি ক্লিনিক, ৮ নং ওয়ার্ডের বীরেশ চন্দ্র নগর স্বাস্থ্য কেন্দ্র, বাগবাড়ী বর্ণমালা স্বাস্থ্য কেন্দ্র ও ২৬ নং ওয়ার্ডের কদমতলী নতুন বাস টার্মিনালের পাশের নগর স্বাস্থ্য কেন্দ্র।

জানা যায়, রবিবার সিলেটে প্রাথমিক পর্যায়ে ১৯ হাজার ২শ’ ডোজ মডার্নার ভ্যাকসিন এসেছে। একই দিনে সিলেটের জেলা ও উপজেলার জন্য এসেছে চীনের তৈরি সিনোফার্মের ৪৫ হাজার ডোজ ভ্যাকসিন।

এব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স কেন্দ্রে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এরপর অনুমোদন পেলেই নতুন কেন্দ্রগুলোতে শুরু হবে টিকা দেওয়ার কার্যক্রম।

এছাড়া সিলেটের প্রবাসীদের টিকা প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরবসহ যে সকল দেশে মর্ডানার টিকা স্বীকৃতি দিচ্ছে সে সকল দেশের জন্য প্রবাসীরা সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা গ্রহণ করতে পারবেন। তাদেরকে কষ্ট করে ফাইজারের টিকা নেয়ার জন্য রাজধানীতে যেতে হবে না। তবে ইতিমধ্যে যারা টিকার জন্য ঢাকার কেন্দ্র সিলেক্ট করেছেন তাদেরকে সেখানেই যেতে হবে বলে জানান সিসিকের প্রধান এ স্বাস্থ্য কর্মকর্তা।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ