Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-16T13:51:17Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে করোনায় আজ আরও ৭ জন আক্রান্ত

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে আবারো চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। গোলাপগঞ্জ উপজেলায় গত কয়েক মাস করোনা রোগীর সংখ্যা কম থাকলেও জুন মাসে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সবশেষ শুক্রবার (১৬জুলাই) নতুন আরো ২২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৮ জনে। এরমধ্যে মারা গেছেন ১৬ জন এবং সুস্থ হয়েছেন ৫১৪ জন। আইসোলেশনে (চিকিৎসাধীন) রয়েছেন ৪৮ জন।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলায় ৩৫জন করোনা রোগীর মধ্যে গোলাপগঞ্জ পৌরসভায় ১৩ জন, ঢাকাদক্ষিণে ইউনিয়নে ১০ জন, লক্ষণাবন্দ ইউনিয়নে ৮ জন, বুধবারীবাজার ইউনিয়নে ২জন, ভাদেশ্বর ইউনিয়নে ২ জন, বাদেপাশা ইউনিয়নে ৪ জন, বাঘা ইউনিয়নে ১ জন, ফুলবাড়ী ইউনিয়নে ৩ জন এবং আমুড়া ইউনিয়নে ৫জন করোনা রোগী রয়েছেন। 

বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন। 

তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আমাদের এখনি সচেতন না হলে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে আহবান জানান।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ