বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে আগামীকাল থেকে ঈদের দিন সকাল পর্যন্ত গোলাপগঞ্জের সরকারি এমসি একাডেমির পিছনের খালি মাঠে বসছে কোরবানির পশুর হাট। এ উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন পশুর হাটের ইজারাদার কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে পশুর হাটে গিয়ে দেখা যায়, আগামীকাল থেকে শুরু হওয়া পশুর হাটের জন্য শেষ মূহুর্তের প্রস্তুতি শেষ করছেন মাঠে কর্মরত শ্রমিকরা।
জানা যায়, গত কয়েকদিন থেকে পশুর হাট বসার জন্য মাঠে বিরামহীন কাজ করে গেছেন শ্রমিকরা৷ এবার পশুর হাটের নতুন ইজারাদার এম এ মঈন খাঁন বাবলু ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য পশুর হাটে বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। যা অন্যান্য বছর দেখা যায়নি৷ এবছর প্রত্যেকটি গলিতে বৃষ্টি হলে যাতে ক্রেতা-বিক্রেতাদের অসুবিধা না হয় সেজন্য উপরে পলিথিন দিয়ে ছাদ দিয়েছেন। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পশুর হাটের চারিদিকে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের জন্য অস্থায়ী ল্যাট্টিনের ব্যবস্থা করা হয়েছে। লাইটিং এর মাধ্যমে আলোকিত করা হয়েছে পুরো পশুর হাট। উপজেলার সর্বত্র মাইকিং করে মাস্ক পরিধান করে হাটে আসার জন্য বলা হচ্ছে।
এদিকে পশুর হাট যাতে সুন্দর ভাবে শেষ হয় এজন্য গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির পক্ষ থেকেও সার্বিক ভাবে সহযোগিতা করা হচ্ছে।
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বলেন, মানুষ যাতে নির্বিঘ্নে হাটে আসতে পারে এজন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিগত দিনের তুলনায় এবছর ক্রেতা-বিক্রেতারা সুযোগ সুবিধা পাবে বেশি। হাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে।
ইজারাদার কর্তৃপক্ষের একজন শাহ আলম জানান, আমাদের সব ধরণের প্রস্তুতি শেষ। আগামীকাল থেকে ঈদের দিন সকাল পর্যন্ত হাট চলবে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে, মাস্ক পরিধান করে হাটে আসার অনুরোধ জানান তিনি।