Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-08T11:33:59Z
সিলেট

সিলেটে শিশুসহ ৩ নাইজেরিয়ান আটক

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের তামাবিল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে সীমান্তের নলজুড়ি এলাকা থেকে গোয়েন্দাসংস্থার একটি দল তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে ১ টি ল্যাপটপ, ৯ টি মোবাইল হ্যান্ডসেট, ৩ টি পাসপোর্ট, ১ টি ড্রাইভিং লাইসেন্স, ১ টি ইন্ডিয়ান আধার কার্ড, ১ টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে, ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের সাড়ে ৩ বছরের এক মেয়ে শিশু।

আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল দেব বলেন, গোয়েন্দা সংস্থার একটি দল তাদেরকে আটক করেছে। এসময় বিজিবিও ছিলো। তাদেরকে সাড়ে ১২ টার দিকে থানায় আনা হয়েছে। এখন ভিসা-পাসপোর্ট এসব যাচাই করা হচ্ছে। এর পর তাদের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গেলো ২৮ জুন তামাবিল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছিল।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ