Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১২ জুলাই, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-07-12T05:44:12Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে শনাক্ত আরও ৮ জন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে আরও ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার (১০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।

তিনি বলেন, গোলাপগঞ্জে যে হারে শনাক্তের সংখ্যা বাড়ছে, পরিস্থিতি কোন দিকে যাবে বুঝা যাচ্ছেনা। গত ৩ দিনে উপজেলায় ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখনও সময় আছে সরকারি নির্দেশনা মেনে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে।

৮জনের মধ্যে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নে ২ জন, ঢাকাদক্ষিণ ইউনিয়নে ২ জন, পৌর এলাকার রনকেলী গ্রামে ২ জন,
লক্ষণাবন্দ ইউনিয়নে ১ জন ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নে ১ জন।

উল্লেখ্য, উপজেলায় নতুন ৮ জনসহ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৭ জন। করোনা মৃত্যু বরণ করেছেন ১৬ জন। আইসোলেশনে আছেন ৩৫ জন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ