বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্টের শামসুন্নাহার চৌধুরী শিক্ষা বৃত্তি ও বার্ষিক অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রাস্টের চেয়ারম্যানের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান কাজী মামুনূর রশীদ। ট্রাস্টের সেক্রেটারি শাহেদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন এমদাদুল হক চৌধুরী,রণকেলী মহিউস্ সুন্নাহ মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস সামাদ।অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে শামসুন্নাহার চৌধুরী শিক্ষা বৃত্তি ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক অনুদান প্রদান করা হয়।
সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন।