বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: সিলেট জেলা জাতীয় পার্টির ১০১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ জুন) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবুলু’র সুপারিশে কুনু মিয়াকে আহ্বায়ক, মো. হুমায়ুন কবীর চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং মো. উসমান আলীকে চেয়ারম্যানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
জাতীয় পার্টির কেন্দ্রী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সিলেট জেলা আহ্বায়ক কমিটিতে যারা সদস্য হলেন- এ.টি ইউ তাজ রহমান (প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব), মো. আতিকুর রহমান আতিক (সাবেক প্রেসিডিয়াম সদস্য), অ্যাডভোকেট গিয়াস উদ্দীন (উপদেষ্টা চেয়ারম্যান), মকসুদ ইবনে আজিজ লামা (উপদেষ্টা চেয়ারম্যান), সেলিম উদ্দিন ( উপদেষ্টা চেয়ারম্যান জাতীয় পার্টি) , সাব্বি আহমদ ( কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান), ইয়াহইয়া চৌধুরী এহিয়া (কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান), সাইফ উদ্দিন খালেদ (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক), আব্দুন নুর ( কেন্দ্রীয় সদস্য), এম. জাকির হোসেইন (কেন্দ্রীয় সদস্য), মুজিবুর রহমান মুজিব ( কেন্দ্রীয় সদস্য), ইসরাকুল ইসলাম শামী (সদস্য), আহসান হাবীব মঈন (সদস্য), বাশির আহমদ (সদস্য), ফখরুল ইসলাম সুহেল (সদস্য), এম ইকবাল হোসেন (সদস্য), দৌলা মিয়া (সদস্য),মরতুজা আহমদ চৌধুরী (সদস্য), নাজমুল ইসলাম (সদস্য),সুফি মাহমুদ (সদস্য), আরশ আলী বাবলু (সদস্য), মো.আশিক মিয়া (সদস্য),আলহাজ্ব ইসলমাইল আলী আশিক (সদস্য), বেলায়েত আহমদ চৌধুরী (সদস্য),আহাদ চৌধুরী (সদস্য), হেলাল উদ্দিন লস্কর (সদস্য),আব্দুল জলিল মেম্বার (সদস্য),এড.আব্দুর রহিম (সদস্য),মাতাব হোসেন চৌধুরী চেয়ারম্যান (সদস্য),আলা উদ্দিন মামুন (সদস্য),মামুনুর রশিদ মামুন (সদস্য),শাহ্ আলম (সদস্য), আবুল কালাম আজাদ (সদস্য),আব্দুল আজিজ শুকুর (সদস্য) প্রমুখ।