বিজ্ঞাপন
ফাহিম আহমদ: যানযট যেন গোলাপগঞ্জের মানুষের নিত্যদিনের সঙ্গী। সড়কের অর্ধেক যেন সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ড। নির্দিষ্ট জায়গা ছেড়ে মেইন সড়কের দুপাশ জুড়ে এক লাইন দুই লাইন করে অটোরিকশা-ব্যাটারিচালিত রিকশা জায়গা দখল করে আছে। যে কারণে প্রতিদিন যানযটের কবলে পড়তে হয় মানুষকে। ঘন্টার পর ঘন্টা সড়কের চারদিকে গাড়ির দীর্ঘ লাইন থাকে।
এ যানযটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী, পথচারীদের। এ ভোগান্তি থেকে কিছুতেই পরিত্রাণ মিলছে না। গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক পুলিশও কাজ করে যাচ্ছে বিরামহীন। তারপরও কিছুতেই দূর হচ্ছেনা যানযাট। কয়েকমাস থেকে চলছে এভাবে। কোনভাবেই সড়কে শৃঙ্খলা ফিরানো যাচ্ছেনা। অনেকে আবার কর্তব্যরত ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতার দুষ দিচ্ছেন।
সোমবার (২১ জুন) সন্ধায় গোলাপগঞ্জের সবচেয়ে ব্যস্ততম পৌর শহরের চৌমুহনীতে দেখা যায়, সড়কের দুপাশে সিএনজি অটোরিকশা-ব্যাটারিচালিত রিকশা সড়কের উপরে অর্ধেক জায়গা দখল করে যেন স্ট্যান্ড করে আছে। আর সড়কের চারিদিকে গাড়ির দীর্ঘ যানযাট।
পথচারী-স্থানীয় ব্যবসায়ীরা এ ধরণের চরম দুর্ভোগ থেকে পরিত্রাণ চান। সড়কে চলাচল করতে পথচারীদের নানান ভাবে অসুবিধা হচ্ছে। সড়কের পাশে যে সকল দোকানপাট রয়েছে ব্যবসা করতে তাদেরও সমস্যা পোহাতে হচ্ছে। তারা জানান, এভাবে দিনদিন চলে আসছে। প্রতিদিন যেন যানযট দীর্ঘ হচ্ছে।
গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, সড়কের অর্ধেক যেন গাড়ির দখলে চলে গেছে। যেন দেখার কেউ নেউ। প্রতিদিন এভাবে চলছে। ব্যবসা করতে অনেক অসুবিধা হচ্ছে।
নাহিদ আহমদ নামের এক পথচারী জানান, কোনভাবেই সড়ক দিয়ে পারাপার হওয়া যায়না। এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে অনেক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় জরুরি কাজ থাকলে ভয় নিয়ে রাস্তা পারাপার হতে হয়।