বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক : বাসায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ।
বুধবার (২৩ জুন) বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিলেট মেট্রোপলিট পুলিশের শাহপরাণ থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা জানান, সিলেট নগরীর শাহজালাল উপশহরের ই-ব্লকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের বাসার বাথরুমে কিশোরী গৃহকর্মী রুনা আক্তারকে তালাবদ্ধ করে নির্যাতন করার অভিযোগ পাওয়া যায়। নির্যাতনের সময় তার শরীরে মরিচের গুড়োও ছিটিয়ে দেয়া হয়।
বুধবার দুপুরে বাথরুমে তালাবদ্ধ রুনা আক্তারের চিৎকার ও কান্না শুনে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শাহপরাণ থানার একদল পুলিশ এমরান হোসেনের বাসায় গিয়ে তালাবদ্ধ বাথরুম থেকে রুনা আক্তারকে উদ্ধার করে। পরে অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল সাড়ে ৪টার দিকে শাহপরাণ থানায় নিয়ে যাওয়া হয়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়েটি এক কথা বলছে আর ওই নারী আরেক কথা বলছে। সেজন্য জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় আনা হয়েছে। সেজন্য বিস্তারিত পরে জানাতে পারবো। কারণ ঘটনা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়।